বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়বলি গুরুত্বপূর্ণ সাল

DR. MD. SHARIFUL ISLAM
0

১৭৫৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি  

বিসিএস ২০২৩ প্রিলি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়বলি গুরুত্বপূর্ণ সাল


১৭৫৭ঃ পলাশীর যুদ্ধ 

১৭৬৫: কোম্পানির বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ।

১৭৭০: ছিয়াত্তরের মন্বন্তর।

১৭৭৪: ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল।

১৭৯৩ঃকর্নওয়ালিরে চিরস্থায়ী বন্দোবস্ত।

 ১৮১৮ প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশ।

১৮২৯: সতীদাহ প্রথা রহিত।

১৮৩১: তিতুমীরের মৃত্যু।

১৮৩৫: ফারসির পরিবর্তে ইংরেজি সরকারি ভাষা।

১৮৩৭শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজি আন্দোলন।

১৮৫৫: সাঁওতাল বিদ্রোহ

:

১৮৫৭: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সিপাহি বিদ্রোহ।

১৮৫৮: কোম্পানি শাসনের অবসান। রানি ভিক্টোরিয়ার ভারত শাসনভার ত

১৮৫৯-৬২: নীল বিদ্রোহ।

১৮৬২দুদু মিয়ার মৃত্যু। ফরায়েজি আন্দোলন স্তিমিত।

১৮৮৫: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা।

১৯০৫

: বঙ্গভঙ্গ। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন।

: নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা।

১৯১১: ১২ ডিসেম্বর, বঙ্গভঙ্গ রদ।

১৯১২: রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর ।

১৯১৩: রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার লাভ।

১৯১৪-১৮: প্রথম বিশ্বযুদ্ধ।

১৯২৫: ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা |

১৯২৬-৩০: ঢাকা, কিশোরগঞ্জ, ফরিদপুর ও বরিশালে দাঙ্গা।

১৯৩০: অসহযোগ আন্দোলন।

১৯৩০: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।

১৯৩২: সাম্প্রদায়িক রোয়েদাদ।

১৯৩৫: ভারত শাসন আইন।

১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু।

১৯৪০ ,২৩ মার্চ : লাহোরে মুসলিম লীগের ‘পাকিস্তান’ প্রস্তাব।

১৯৪২ : ‘ভারত ছাড়' আন্দোলন।

১৯৪৭; ১৪ ও ১৫ আগস্ট : পাকিস্তান ও ভারতড় দুটি রাষ্ট্রের জন্ম।

১৯৪৮

ফেব্রুয়ারিঃ পাকিস্তান গণপরিষদে বাংলার দাবি প্রত্যাখ্যান।

২১ মার্চঃ  জিন্নাহর 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা' ঘোষণা।

ছাত্রদের 'না'।

১৯৫২

২৬ জানুয়ারি: একমাত্র রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে নাজিমউদ্দিনের ঘোষণা।

২১ ফেব্রুয়ারি : রফিক, সালাম, জব্বার, বরকত ও অহিউল্লাহ শহীদ।

১৯৫৪, ০৮ মার্চ: যুক্তফ্রন্টের জয়।

১৯৫৭

০৮ ফেব্রুয়ারি : মওলানা ভাসানীর কাগমারি সম্মেলন।

১৯৫৮

০৭ অক্টোবর : পাকিস্তান সামরিক শাসন জারি।


১৯৬২

০১ মার্চঃ : আইয়ুব খানের নতুন সংবিধান প্রবর্তন।

১৯৬৫

১৭ অক্টোবরঃ : পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু। 

১৯৬৬

১০ জানুয়ারি : তাসখন্দ ঘোষণা।

০৫ ফেব্রুয়ারি : লাহোরে শেখ মুজিবের ছয় দফা উপস্থাপন ।

১৯৬৮ , ১৯ জুন

: আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু ।

১৯৬৯

২০ জানুয়ারি : ছাত্র আসাদুজ্জামান নিহত।

১৫ ফেব্রুয়ারি : সার্জেন্ট জহুরুল হক সেনাবাহিনীর গুলিতে নিহত।

১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহা সেনাবাহিনীর গুলিতে নিহত।

:

২২ ফেব্রুয়ারি : আগরতলা মামলা প্রত্যাহার।

১৯৭০

১২ নভেম্বর : সামুদ্রিক জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের মৃত্যু।

১৭ ডিসেম্বর : নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ।

১৯৭১

১ মার্চ : জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত।

৩ মার্চ : ছাত্র সংগ্রাম পরিষদের বাংলাদেশের পতাকা উত্তোলন

৭ মার্চ : শেখ মুজিবের ভাষণ, 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'।

অসহযোগ আন্দোলন অব্যাহত।

২৫ মার্চঃ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ।

২৬ মার্চ: স্বাধীনতার জন্য শক্তি সংহত করার উদ্দেশ্যে মুজিবের বাণী।

২৭ মার্চ: মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা।

১১ এপ্রিল: বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা।

০৩ ডিসেম্বর: পাকিস্তান কতৃক ভারত আক্রমণ।

১৬ ডিসেম্বর : পাকিস্তানের আত্মসমর্পণ। বিজয় দিবস।

১৯৭২

১০ জানুয়ারি : শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন।

১৫ মার্চ: ভারতীয় বাহিনীর বাংলাদেশ ত্যাগ ।

১৬ ডিসেম্বর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তন ।

১৯৭৩

১৩ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রীর ঘোষণা : ‘দেশের সকল লোক বাঙালি বলে বিবেচিত হবে।'

০৭ মার্চ: প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।

১৭ জুলাই : আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন পাস।

১৯৭৪

০৫ ফেব্রুয়ারি : জাতীয় সংসদে বিশেষ ক্ষমতা আইন-৭৪ পাস ।

১৭ সেপ্টেম্বর : জাতিসংঘে ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি।

২৫ সেপ্টেম্বর : জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ মুজিবের বাংলায় ভাষণ ।

১৯৭৫

২৫ জানুয়ারি : সংবিধানের চতুর্থ সংশোধনী গৃহীত। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি।

২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন ।

১৫ আগস্ট

: অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা নিহত।

খন্দকার মোশতাক আহমদের রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ। দেশে সামরিক

আইন জারি ।

৩১ আগস্ট

: বাংলাদেশকে চীনের স্বীকৃতি।

০৫ অক্টোবর : রক্ষীবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে একীভূত।

০৩ নভেম্বর : সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, তাজউদ্দীন

আহমদ এবং কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা।

০৫ নভেম্বর : খন্দকার মোশতাক আহমদের প্রধান বিচাপরতি সায়েমের কাছে

রাষ্ট্রপতির দায়িত্বভার অর্পণ।

০৭ নভেম্বর: সামরিক বাহিনীতে বিদ্রোহ। অন্যান্যের মধ্যে ব্রিগ্রেডিয়ার খালেদ

মোশাররফ নিহত। বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক।

আপনার ডায়াবেটিস হবে কিনা এখনি ধারণা নিন 


আপনি মেডিকেল শিক্ষার্থী হলে দেখুন MBBS,FCPS,MRCP, MD


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
margin-top: 16px; } input[type=submit] { background-color: #04AA6D; color: white; border: none; } input[type=submit]:hover { opacity: 0.8; }

CSS Newsletter

Subscribe to our Newsletter

   

for daily update,new post