এসএলই (SLE) রোগের উপসর্গ ও চিকিৎসা

DR. MD. SHARIFUL ISLAM
0

 গত ২ বছরে আমি অনেক গুলো এস এল ই রোগী দেখেছি তাতে মনে হচ্ছে রোগটি দিন দিন আমাদের দেশে বাড়ছে |

সাধারনত ৯ জন মেয়ে ও ১জন ছেলে অনুপাতে আক্রান্ত হয়

|

Photo credit:American college of Rheumatology

কিশোরী থেকে মধ্য বয়সী মহিলা যদি অনেক গুলো জয়েন্ট বা গিড়া ব্যাথা বা ফোলা… চুল পড়া, চেহারায় বৈশিস্ট্যপূর্ণ লালছে দাগ… মুখে ঘা… বারবার বাচ্চা নস্ট হওয়া, শরীরে লাল লাল স্পট দেখা দেয় তাহলে

একটি কারন লুপাস অবশ্যই চিন্তা করতে হবে |

লুপাস (SLE)রোগ কি?

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই রোগটি নাম ‘সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস’ বা ‘এসএলই’। শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হয় এই রোগে।


লুপাস মূলত কম বয়সী মেয়েদের রোগ। ১৫ থেকে ৪৪ বছর বয়সী মেয়েরাই বেশি আক্রান্ত হয়।


লুপাসের উপসর্গগুলি, যখন পর্যবেক্ষণযোগ্য বলে মনে হয়, তখন এটি মারাত্মক আকার ধারণ করে ফেলে এবং তার প্রাবল্য মৃদু থেকে গুরুতর পর্যায়ে পৌঁছায়। উপসর্গগুলি তরঙ্গের আকারে ছড়াতে পারে - এক্ষেত্রে উপসর্গগুলি কিছু মাস পর্যন্ত নাও থাকতে পারে (উপশম) আবার কিছু সপ্তাহ বা মাস খানেক পর উপসর্গগুলি আবার দেখা দিতে পারে (তীব্রতা)। 

লুপাস রোগের লক্ষণঃ

যদিও লুপাসের লক্ষণ এবং উপসর্গগুলি ব্যক্তিবিশেষে আলাদা আলাদা, তবুও বেশিরভাগ সাধারণ উপসর্গগুলি হল:


  • অবসন্নতা বা প্রচণ্ড ক্লান্তি অনুভব করা।
  • জ্বর।
  • চুল পড়া।
  • রোদে সংবেদনশীলতা।
  • মুখে ঘা হওয়া।
  • হাড়ের সন্ধিতে ব্যথা বা ফোলাভাব বা মাংসপেশিতে ব্যাথা।
  • লম্বা শ্বাস গ্রহনের সময় বুকে ব্যাথা।
  • হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলে বিবর্ণভাব যা ফ্যাকাশে বা বেগুনী রঙ ধারণ করে।
  • লাল র‍্যাশ বা ফুসকুড়ি, যা মুখে দেখা যায় এটি “বাটারফ্লাই র‍্যাশ” নামে পরিচিত।
  • পায়ে ও চোখের চারপাশে বা গ্রন্থিতে ফোলাভাব।

লুপাস নির্নয়ের জন্য টেস্ট

ANA
ANTI dsDNA
ANT Sm Ab
COMPLEMENT C3,C4
CBC
S. CRESTININE
URINE ROUTINE EXAMINATION

লুপাস বা এস এল ই চিকিৎসা 
কমন ঔষধ গুলোর মধ্যে হলো corticosteroid
Painkiller methotraxate hydroxychloroquine

সঠিক রোগ নির্নয়ের পর আপনার চিকিৎসক ঔষধ শুরু করবেন



দ্রুত রোগ নির্নয় ও সঠিক চিকিৎসা শুরু না করলে জীবন বাচানো কঠিন হয়ে পড়ে |


ডা. শরীফুল ইসলাম 

ট্রেইনি (মেডিসিন+ নিউরো/স্নায়ু রোগ)

বিশেষভাবে আগ্রহ 

 বার্ধক্যবিদ্যা (জেরিয়াট্রিক মেডিসিন)

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
margin-top: 16px; } input[type=submit] { background-color: #04AA6D; color: white; border: none; } input[type=submit]:hover { opacity: 0.8; }

CSS Newsletter

Subscribe to our Newsletter

   

for daily update,new post