জন্ডিস এর লক্ষণ ও চিকিৎসা

DR. MD. SHARIFUL ISLAM
0

 জন্ডিস কি

জন্ডিস হলো একটি উপসর্গ যা মুলত লিভার ও রক্তরোগের জন্য হয়ে থাকে, সাধারনত চোখ, প্রশ্রাব হলুদ হলে আমরা তাকে জন্ডিস বল| শরাীরে মাত্রাতিক্ত জন্ডিস হলে পুরো শরীর হলুদ হয়ে যায়|

জন্ডিস এর চিকিৎসা কি




জন্ডিস কেন হয়

জন্ডিস মুলত রক্তে মাত্রাতিক্ত বিলিরুবিন বাড়লে চামড়ার নিচে ও চোখের স্কেলার মধ্যে জমা হলে বলে |

এই বিলিরুন তৈরী হয় রক্তকনিকা ভাঙ্গলে যা নরমাল লিভার নিস্ক্রিয় করে, কিন্তু কোন কারনে রক্ত কনার অতিরিক্ত ভাঙ্গন ও লিভার এর রোগ হলে তার পরিমান রক্তে বেড়ে যায় |

জন্ডিসের কারন 

  • লিভারের প্রদাহ 
  • লিভারের ইনফেকসন সাধারনত ভাইরাস দ্বারা হয়

হেপাটাইটিস বি ভাইরাস

হেপাটাইটিস সি ভাইরাস

যা রক্ত সঞ্চালন,  শিরায় নেশা ইনজেকসন নেয়া, অপরেশন মাধ্যমে ছড়ায়,  মা থেকে সন্তানের মধ্যেও ছড়ায় |

হেপাটাইটিস এ এবং ই ভাইরাস

যা খাবারের মাধ্যমে ছড়ায় 

  • লিভার সিরোসিস এর উপসর্গ হল জন্ডিস


  • কোন কারনে লিভারের তৈরী বাইল যদি চলাচলে বাধা প্রাপ্ত হয় যেমন পাথর বা টিউমার দ্বারা তখন ও জন্ডিস হয় |
  • রক্তরোগ থ্যালাসেমিয়ার প্রধান উপসর্গ জন্ডিস 

জন্ডিস হলে করনীয়

জন্ডিসের লক্ষণ প্রকাশের প্রথম কাজ হলো কারন নির্নয় করা |

আপনার চিকিৎসক আপনাকে কিছু পরীক্ষা দিবে কারন বের করার জন্য যেমনঃ

CBC

S.BILIRUBIN

SGPT

SGOT

PT

S. ALP

HBsAg

ANTI HCV

ANTI HAV HEV

HB ELECTROPHORESIS

জন্ডিসের চিকিৎসা 

  • প্রধান চিকিৎসা হলো পূর্নবিশ্রাম
  • পর্যাপ্ত পরিমান তরল খাবার খাওয়া
  • কোন রকম কবিরাজি, হারবাল, হোমিওপ্যাথি ঐষধ খাওয়া যাবেনা 


জন্ডিস হলে কি কি খেতে হয়

সকল স্বাভাবিক খাবার খাবার যাবে |

মুলত লিভারে যদি ইনফেকশন  এ, ই ভাইরাস দ্বারা হয় তাহলে তা  নিজে ভাল হয়ে যায় তবে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সরনাপন্ন হতে হবে |

লেখা টি ভাল লাগলে ফেসবুকে শেয়ার করুন |
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
margin-top: 16px; } input[type=submit] { background-color: #04AA6D; color: white; border: none; } input[type=submit]:hover { opacity: 0.8; }

CSS Newsletter

Subscribe to our Newsletter

   

for daily update,new post